
নিজস্ব প্রতিনিধি:বুধবার রাতে রাজ্যের টাস্ক ফোর্সের সাথে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। মেইল পাওয়া মাত্র কারা বৈঠকে বসবেন সেই নিয়ে অনশন মঞ্চেই প্যান জিবি করেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তররা জানিয়েছেন বৈঠক করতে প্রতিনিধি হিসেবে ১২ জন এবং আরও কয়েকজন সহ মোট ২০জন যাবেন স্বাস্থ্য ভবনের বৈঠকে। কাঙ্খিত সময় পেরোলেও অপেক্ষায় মুখ্য সচিব। রাত ৯টার মধ্যেই অনশন মঞ্চ থেকে বাসে চড়ে স্বাস্থ্য ভবনের জন্য রওয়ানা হন জুনিয়র ডাক্তাররা।