
অপরূপা কাঞ্জিলাল: ছোট ছেলে আব্রাহামকে জন্মদিনের বিশেষ উপহার দিলেন শাহরুখ মান্নাতে ডবল সেলিব্রেশন।ছেলের নামে উৎসর্গ করলেন ট্রফি।
সেই খুদে আব্রাহাম দেখতে দেখতে বড় হয়ে গেল। জন্মের পর থেকেই লাইমলাইটে বাদশাপুত্র। কত কথাই তাকে নিয়ে হয়েছে কেউ বলেছেন শাহরুখ খানের পরকীয়ার ফসল সে অনেকে আবার বলেছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান এর কোন ভুল থেকেই তার জন্ম অনেকে আবার বলেছেন কিছু তো রহস্য আছে যার কারণে গৌরী খান একেবারেই পছন্দ করেন না আব্রাহাম খানকে। আর তাই তাকে সব সময় দেখা যায় বাদশার ছায়া সঙ্গী হয়ে থাকতে।শাহরুখ খান তাকে আগলে রাখেন সব সময়। তবে পরবর্তীতে সেইসব কথাই একে একে ভুল প্রমাণিত হয়েছে। খান পরিবারের নয়নের মনি সে। মুখ ফুটে প্রয়োজনের কথা বলার আগেই সবকিছু হাজির তার জন্য।তবে এতকিছু পেয়েও কোনওদিন কোনও খারাপ আচরণ করতে দেখা যায়নি তাকে। সর্বত্র বাবার ছায়াসঙ্গী হয়ে থাকা সেই আব্রাহাম ২৭ মে, ১১ বছরে পা রাখল।প্রতিবারই নজরকাড়া উপহার পায় বাদশাপুত্র। খান পরিবারের নয়নমণি বলে কথা! তার জন্য সব হাজির। তবে এবারের জন্মদিনে বাবার দেওয়া বিশেষ উপহার সবকিছুকে ছাপিয়ে গেল।১১ বছরের জন্মদিনে শাহরুখের কাছ থেকে সেরা উপহারটা পেল অ্যাব্রাম। রবিবার রাতেই চিপকে নাইট বাহিনী দুরন্ত জয় লাভ করেছে। এদিন গ্যালারিতে দাদা-দিদি আরিয়ান-সুহানার সঙ্গে প্রথম থেকেই নজর কেড়েছে অ্যাব্রাম। পরনে বেগুনি টি শার্টে লেখা- ‘চ্যাম্পিয়নস অফ ২০২৪’। কেকেআর জিততেই মাঠে নেমে পড়ে উচ্ছ্বসিত বাদশাপুত্র। আর সেখানেই নাইট বাহিনীর সঙ্গে জন্মদিনের আগের রাতে আনন্দ উদযাপন ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। দিদি সুহানাও সেই ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করে ভাই আব্রাহামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, “বার্থডে বয়-এর জন্য সেরা দিন।” আর কেকেআর-এর এই জিতই ছিল আব্রাহামের জন্মদিনের সেরা উপহার।