
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সংসদে ওয়াকফ বিলের ভোটাভুটি নিয়ে মিথ্যে নালিশের অভিযোগে আইএসএফ সুপ্রিমো নওসাদ সিদ্দিকে নোটিস ধরালেন অভিষেক বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার মধ্য রাতে সংসদে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মিথ্যে কুৎসা ছড়াচ্ছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি, এমন অভিযোগ এনেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের প্রেক্ষিতে আইনি নোটিস পাঠান হয়েছে নওশাদকে। সূত্রের খবর, নোটিস পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকীকে। জানা গেছে, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নওসাদ সিদ্দিকিকে তার নিজের বিবৃতি প্রত্যাহার না করলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে নওসাদ সিদ্দিকির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লখ্য, গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ হয়। এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত ছিলেন কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। এই প্রেক্ষিতে নওসাদকে নোটিস ধরিয়েছেন অভিষেক।