
ওঙ্কার ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহে এবার সীমান্ত এলাকায় তৎপরতা বাড়াল পুলিশ। উত্তর ২৪ পরগণার সুন্দরবন লাগোয়া হেমনগর কোস্টাল থানার অন্তর্গত সামশের নগর থেকে গ্রেফতার চার জন। যাঁদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি নাগরিক ও দুই ভারতীয় দালাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে নিয়মিত টহলের সময় হেমনগরের সামশের নগরের ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। জেরায় করা হলে ধৃতরা স্বীকার করে, তাদের মধ্যে দু’জন বাংলাদেশের নাগরিক। একজনের নাম কাসেম সর্দার, অন্যজন সাবিনা খাতুন—দু’জনেরই বাড়ি বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা।
অন্য দু’জন হলেন ভারতীয় নাগরিক, যাঁরা মূলত দালালচক্রের সদস্য বলে পুলিসের অনুমান। ধৃতদের নাম শেখ আব্দুল কাইম ও রাজিবুল মোল্লা, যাঁদের বাড়ি উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থানার সরফোরাজপুরে। পুলিশ জানায়, বাংলাদেশি দু’জন নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই দুই ভারতীয় দালাল। বাংলাদেশী দুই ব্যাক্তিকে প্রবেশে সাহায্য করছিলেন ভারতীয় দুই দালাল। সোমবার চারজনের বিরুদ্ধেই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।