
ওঙ্কার ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির মামলায় তাঁকে জামিন দিল কলকাতার হাইকোর্ট । ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারির ১৪ মাস পরে অবশেষে জামিনে মুক্তি পেতে চলেছেন বালুদা। ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে।
শুনানি চলাকালীন প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির ‘রিং মাস্টার’ বলেছিল ইডি। রেশন দুর্নীতিতে অভিযুক্ত বালুর জামিনের বিরোধিতা করে আদালতে ইডির বক্তব্য ছিল, রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে তাঁর নাম ছিল না। কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথি ইডির হাতে এসেছে। তা থেকে দেখা গিয়েছে, এফআইআরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম না থাকলেও এই দুর্নীতির মাস্টারমাইন্ড তিনিই।
২০২৩ সালে দুর্গাপুজোর মধ্যেই বাড়িতে ম্যারাথন তল্লাশির পর রাতে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ইডি সূত্রে দাবি করা হয়েছিল, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে এবং তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেলবন্দির পর কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে পরে সুস্থ হয়ে ফের জেলে ফিরে গিয়েছিলেন তিনি।
এর আগে বেশ কয়েক বার আদালতে জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু প্রতিবার ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করেছিল ইডি। তাদের দাবি ছিল, জ্যোতিপ্রিয়কে জামিন দিলে তিনি তদন্তে প্রভাব খাটাতে পারেন। কিন্তু বুধবার অবশেষে জামিন পেলেন তিনি।