
ওঙ্কার ডেস্কঃ নতুন বছরের শুরুতেই নতুন ছবির খবর দিলেন সুপারস্টার দেব। গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তাঁর গত বছরের শেষ ছবি খাদান। হাউসফুল হয় সেই ছবি। আর তারপরেই নতুন ছবির পোস্টার ফেসবুকে পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘ যেমন কথা ছিল, খাদান- এর পর আসতে চলেছে ‘রঘু ডাকাত’…।’
পোস্টারে শেয়ার করেছেন রঘু ডাকাতের লুক। কঠিন দৃষ্টিতে তাকিয়ে রঘু ডাকাত। এমন চরিত্রে নায়ককে দেখতে উৎসুক অনুরাগীরা। ২০২১ সালে ‘রঘু ডাকাত’ তৈরি হওয়ার কথা ঘোষণা করেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দেব নিজেও। ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীলবিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত….।’- লিখে ছবির প্রথম লুকের পোস্টার শেয়ার করেন অভিনেতা। চার বছর পর ধোঁয়াশা কাটিয়ে নতুন ছবি আসছে ২০২৫- এর পুজোতেই। এমনটাই জানিয়েছেন অভিনেতা। কবে কোথায় শুটিং শুরু হবে তা এখনও জানা যায়নি।