
বাবলু প্রামাণিক, ভাঙড়: দলের প্রতিষ্ঠা দিবসের দিন ও গোষ্ঠী কোন্দলে জড়াল তৃণমূলের দুই ডাকসাইটে নেতা আরাবুল ইসলাম ও শওকত মোল্লার অনুগামীরা। ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ার অভিযোগ। সূত্রের খবর, দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়েই হামলার মুখে পড়েন আরাবুল ইসলাম। অভিযোগ, ভাঙচুর করা হয় তাঁর গাড়িতেও।
বুধবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ওয়াড়ি এলাকায়। ভাঙড়ে তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় ব্যাপক উত্তেজনা। ভাঙচুর করা হয় আরাবুল ইসলামের গাড়ি। পোলেরহাট থানার ওয়াড়ি এলাকার ঘটনা। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। হামলার সময় কার্যত লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় শওকাত মোল্লার অনুগামীদের। অশান্তির আঁচ পেয়ে আরাবুল ইসলাম পতাকা তোলার সঙ্গেসঙ্গেই এলাকা ছাড়ছিলেন। অভিযোগ, সেইসময় পিছন দিয়ে এসে হামলা চালায় শওকত মোল্লার অনুগামীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেন খোদ শওকত মোল্লা।