
নিজস্ব প্রতিনিধি :পরনে লাল শাড়ি, খোলা চুল, আইটেম গানে নজরকাড়া কৌশানী মুখোপাধ্যায়। নতুন গান নিয়ে হাজির শিবু-নন্দিতা। প্রকাশ্যে এল ‘বহুরূপী’ ছবির দ্বিতীয় গান ‘ডাকাতিয়া বাঁশি’। এই প্রথমবার আইটেম গানে কোমর দোলালেন কৌশানী। ছবির টিম এবং অন্যান্য শিল্পীদের সঙ্গে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। সেইসঙ্গে সর্বসমক্ষে নন্দিতা রায়ের পা ছুঁয়ে শিবপ্রসাদের প্রণাম যেন পরিপূর্ণ করল ছবির ফ্রেমটিকে।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার ৷
পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। এই প্রথম সিনেমায় প্লে-ব্যাক কোনও বহুরূপী শিল্পী। অন্য রকম গল্প বলতে এবার বাংলার বহুরূপীদের ভিন্ন ধাঁচে দর্শক দরবারে আনছেন শিবপ্রসাদ ও নন্দিতা রায় ৷’বহুরূপী’ ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।এ দেশে ঘটে যাওয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্রাইম স্টোরিকে ঘিরে এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। এমন একটা অপরাধ যা লালবাজারের ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তধারার সময়ই এই ছবির পরিকল্পনা করা হয়েছিল। মাঝে কোভিডের কারণে ছবির কাজ পিছিয়ে যায়।