
অপরূপা কাঞ্জিলাল: হাতে চোট নিয়েই ফ্রান্সের মাটিতে পা দিয়েছেন ঐশ্বর্য। মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে ঐশ্বর্যর হাতের প্লাস্টার।রোজই প্রায় শোনা যায়, অভিষেক ও ঐশ্বর্যের ভাঙনের কথা। তবে দাম্পত্য নিয়ে কোনও কিছু না জানালেও, ঐশ্বর্য কিন্তু হাবেভাবে বুঝিয়েই দেন, এসব গুঞ্জনকে তিনি একেবারেই পাত্তা দেন না। আর তাই হয়তো বলিপাড়ার সব নিন্দুকদের মুখে ছাই দিয়ে মেয়েকে নিয়ে দিব্যি উড়ে গেলেন কান চলচ্চিত্র উৎসবে। যে উৎসবের রেড কার্পেটে প্রতিবারই চমক দেন ঐশ্বর্য, সেই রেডকার্পেটে এবার হাতে প্লাস্টার নিয়ে হাঁটা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। কিন্তু কিভাবে চোট লাগল তার হাতে?
বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে দেখা মেলে অভিনেত্রীর। মুহূর্তে লেন্সবন্দি। তাঁর ডান হাতের প্লাস্টার নজর এড়ায়নি ছবিশিকারিদের। মায়ের হাত থেকে ব্যাগ নিয়ে সাহায্য করতে দেখা গেল আদুরে কন্যা আরাধ্যাকে। হামেশাই অভিনেত্রীর সফরসঙ্গী সে। হাতে চোট নিয়েও হাসিমুখে ছবি তুললেন অভিনেত্রী। পরনে কালো পোশাক, হাঁটু পর্যন্ত লম্বা নীল কোট। গন্তব্য ফ্রেঞ্চ রিভিয়েরা।কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেক বারই নজর কাড়েন বলি অভিনেত্রী। তাঁর পোশাক থেকে মোহময়ী ভাবভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় রাই সুন্দরী অদ্বিতীয়।এবারেও তার ব্যতিক্রম হয়নি। স্বমহিমায় হাতে প্লাস্টার নিয়েই এবারের কান রেড কার্পেটে অবতীর্ণ হলেন রাইসুন্দরী। তাঁর লুক দেখে মাথা ঘুরে গেল ভক্তদেরও।এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট লুকের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি ড্রামাটিক কালো-সোনালি স্ট্র্যাপলেস গাউন। আর এই গাউনের সঙ্গে ঐশ্বর্য গলিয়ে নিয়েছিলেন সাদা রঙা পাফ স্লিভ। তবে এক হাতে চোটের কারণে ছিল প্লাস্টারও। আর এই সাজে রেড কার্পেটে পা রাখামাত্রই হাততালিতে ফেটে পড়েছে চারপাশ। এর পাশাপাশি কানের রেড কার্পেটে ঐশ্বর্যর হাঁটার ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এত কিছুর মধ্যেও একটা প্রশ্ন কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না ভক্তদের। রাই সুন্দরী হাতে এহেন চোট পেলেন কিভাবে? এর উত্তর ঐশ্বর্য রায় নিজের মুখে তো দেননি তবে দেখিয়ে দিয়েছেন পেশাদারিত্ব কাকে বলে। আরো একটি মন ছুয়ে যাওয়া ব্যাপার তার শিক্ষা সন্তানকে যে তিনি কতটা ভালো শিক্ষা দিয়েছেন তারও দেখা মিলেছে। বচ্চন পরিবারের আদুরে কন্যা, আরাধ্যকে তার মায়ের সফরে এবং অনুষ্ঠানে সাহায্য করতে দেখা গেছে আন্তরিকভাবে।