
মিহিকা শ্রীমাণীঃ দেয়া-নেওয়ার সুচরিতা হোক বা হাতি মেরে সাথির তনুজা কিংবা অ্যান্টনি ফিরিঙ্গির নিরুপমা – রূপোলি পর্দার জগতে তাঁকে এক ডাকে চেনেন সবাই। তাঁর চোখের চাহনি, গানের লিপ্সিং-এ মুগ্ধ নানা বয়সের দর্শক। সেই কিংবদন্তি নায়িকা তনুজা সম্প্রতি বেশ অসুস্থ। চিন্তায় পরিবার সহ দর্শকমহল।
রবিবার বিকেল থেকে হটাৎ বেশ অসুস্থ খ্যাতনামা নায়িকা তনুজা সমর্থ মুখোপাধ্যায়। ভর্তি আছেন জুহুর একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রের খবর, রবিবার বিকেলে হঠাৎই তাঁর হাত-পা কাঁপতে থাকে। রক্তচাপ বেড়ে যায়। আপাতত আইসিইউ-তে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন মূলত বার্ধক্যজনিত কারণেই এই অসুস্থতা। তবে এই মূহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। ২৪ ঘন্টা অবজার্ভেশনে রেখেছেন চিকিৎসকরা। মেয়ে কাজল ও তানিশা সব সময়ই সঙ্গে রয়েছেন। অনুরাগিরা দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর।