
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে জনৈক অভিষেকের নাম। এই নিয়ে রাজ্য রাজনীতিতে উঠেছে তুমুল শোরগোল। বিরোধীদের অভিযোগকে নস্যাৎ করতে বৃহস্পতিবার নেতা ইন্ডোরের সভা থেকে সিবিআইকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। বিজেপির মতো সিবিআইও ভাববাচ্যে কথা বলছে। ওদের এই ভয় আমার ভাল লেগেছে। ঠিক এরপর তিনি গলা চড়িয়ে বলেন, আগেও বলেছিলাম, কেউ কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে চলে যাব।’’
একই সঙ্গে এই সভা থেকে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘‘খবরে রটিয়ে দেওয়া হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাব। সব মিথ্যা। আমার গলা কেটে দিলে সেই কাটা গলা দিয়েও বেরোবে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।’’ পাশাপাশি এদিনের সভা থেকে দলীয় নেতৃত্বকে বার্তা দিতে অভিষেক বলেন, ‘‘দলের শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে দলকেই আপনারা ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের কিন্তু আমিই চিহ্নিত করেছিলাম। এ বারেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্বটা আমি নিলাম।
সাম্প্রতিক ঘটনাগুলিকে টেনে অভিষেক আরও বলেন, ‘‘সন্দেশখালি থেকে শুরু করে আরজি কর, বার বার মানুষকে ভুল বোঝানো হয়েছে। বাংলায় চক্রান্ত করা হয়েছে, এখনও চক্রান্ত চলছে। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আঁকড়ে রাখব।’’