
ওঙ্কার ডেস্ক: চিন ছাড়া বাকি দেশগুলিতে শুল্ক আরোপ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আগামী ৯০ দিনের জন্য সেই শুল্ক স্থগিত থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে চিনের পণ্যে ১২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার চিনের দৃষ্টান্তকে সামনে রেখে বাকি দেশগুলিকে বার্তা দিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত ট্রাম্পের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিশোধ নেওয়ার পথে হাঁটবেন না, তা হলে আপনাকে পুরস্কৃত করা হবে।’
উল্লেখ্য, ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিশ্বের বহু দেশের উপর শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শুল্কের মুখে পড়ে বেজিংও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপায়। আগে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল বেজিং। তার পর বুধবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন জানায়, বৃহস্পতিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর তারা ৮৪ শতাংশ হারে শুল্ক নেবে।
জিনপিং প্রশাসনের তরফে জানানো হয় ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সমঝোতার রাস্তা খোলা রাখা হয়েছে বলে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প অন্য দেশগুলির উপর চাপানো শুল্ক স্থগিত করলেও চিনের প্রসঙ্গে অনমনীয় মনোভাব দেখিয়ে বাকিদের ইঙ্গিতপূর্ণ বার্তা দিতে চেয়েছেন। এখন চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ কোথায় গড়ায় সেটাই দেখার।