
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : বাংলায় চিকিৎসা ক্ষেত্রে জালিয়াতি, ব্যক্টেরিয়া যুক্ত গ্লাভস, ইনজেকশন ব্যবহারের পর এবার হাহাকার ভ্যাকসিনের। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের প্রতিষেধক। মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মিলছে না এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। যার ফলে কুকুর, বিড়াল ও বাঁদরের কামড়ে আহত রোগীরা চিকিৎসা করাতে এসেও হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন তাঁরা। ভ্যাকসিন নিতে আসা রোগীদের হাসপাতাল কতৃপক্ষের পক্ষ থেকে বিকেলের পর আসতে বলা হচ্ছে। যার ফলে চরম বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা।
জলপাইগুড়ি মেডিক্যাল হাসপাতালে কর্তব্যরত নার্স জানান, “গত কয়েকদিন ধরেই ভ্যাকসিন সরবরাহ ঠিকমতো না হওয়ায় এই সমস্যা হচ্ছে। প্রয়োজনের তুলনায় ভ্যাকসিনের সাপ্লাই অনেক কম রয়েছে”। এদিকে রোগীদের বেশিরভাগই নাবালক। এজন্য হাসপাতাল থেকে ভ্যাকসিন না মেলায় সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা।
ভিডিও দেখুন-