
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: পানীয় জলের দাবিতে ঝাড়গ্রামের নয়াগ্রাম গোপীবল্লবপুর রাজ্য সড়কের ডুমুরিয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ,দীর্ঘ কয়েক মাস ধরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ডুমুরিয়া গ্রামে পানীয় জল নেই । দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। চরম সমস্যার মধ্যে রয়েছেন তারা ।
দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েও মেটেনি সমস্যা, মেলেনি কোনও সুরাহা। তাই জলসংকট থেকে মুক্তি পেতেই রাস্তায় প্ল্যাকার্ড হাতে পথ অবরোধ করেছেন তারা। প্রায় এক ঘন্টা পথ অবরোধ করার পর গোপীবল্লভপুর থানার পুলিশ ও জল দপ্তরের কর্মীরা জল সরবরাহের প্রতিশ্রুতি দিলে ,পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।