
ওঙ্কার ডেস্ক: শান্তিপুরে অনুমতি ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে পাল্টানো হচ্ছে ইলেক্ট্রিক মিটার। বদলে লাগানো হচ্ছে স্মার্ট মিটার। ফলে বিদ্যুতের বিলের মাত্রাও বাড়ছে হু হু করে। কোনও উপায় না পেয়ে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভে নেমেছেন শান্তিপুরবাসী। গ্রাহকদের অভিযোগ, আচমকাই একদিন বাড়িতে এসে মিটার বদল করে দিয়ে যায়। আগাম কোনও নির্দেশিকাও দেওয়া হয়নি তাদের। স্মার্ট মিটারে আগের থেকেই রিচার্জ করতে হয় সেই অনুযায়ী গ্রাহকরাও রিচার্জ করেন কিন্তু দেখা যায় এক ঘন্টা যেতে না যেতেই ফুরিয়ে যায় মিটারের রিচার্জ। সর্বনিম্ন রিচার্জের পরিমান ১০০ টাকা। কিন্তু কত পরিমান বিদ্যুৎ খরচ করলে কত টাকা কাটছে তা বুঝেই উঠতে পারছেনা গ্রাহকেরা। সবশেষে কোনও উপায় না পেয়ে বিদ্যুৎ দপ্তরে এসে স্টেশন ম্যানেজারের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন শান্তিপুরবাসী। তাদের দাবি পুরনো যে মিটার ছিল সেই মিটার আবারো চালু করা হোক।
ঘটনাটির বিষয়ে শান্তিপুর বিদ্যুৎ স্টেশন ম্যানেজার মানিক তপন কুমার সাঁতরা বলেন, “বিদ্যুৎ দপ্তরে নিয়ম অনুযায়ী মিটার পরিবর্তন করা হয়েছে। তবে সমস্যার কথা আমরা ইতিমধ্যেই উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন এবং নির্দেশিকা জারি করবেন সেই অনুযায়ী আমরা কাজ করবো”। তাছাড়াও তিনি বলেন, “আগামী দিনে যাতে গ্রাহকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সে বিষয়ের নজর রাখবেন”।