
সুরজিৎ দাস, নদিয়া : ফুটবল খেলার মাঠে উত্তেজনা ছড়াল নদিয়া জেলার গয়েশপুরে। খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। অভিযোগ উঠেছে, খেলার আগে মাঠ থেকে খেলোয়াড়দের বের করে দিতে চাওয়ায় শুরু হয় বচসা, যা গড়ায় হাতাহাতিতে। মারধরের অভিযোগে তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষের নাম উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে গয়েশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, দেশবন্ধু সংগঠনের মাঠে। পাশের ওয়ার্ড থেকে আসা খেলোয়াড়রা ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শুরু হওয়ার আগেই কাউন্সিলর নন্দ ঘোষ মাঠে এসে খেলোয়াড়দের চলে যেতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাকবিতণ্ডার মধ্যে এক খেলোয়াড়ের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন কাউন্সিলর। এরপর সেই খেলোয়াড়কে মারধর করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই খেলোয়াড়কে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর নন্দ ঘোষ। তাঁর দাবি, “খেলার আগে কিছু কথা কাটাকাটি হয়েছিল, তাতে ধস্তাধস্তি হয়েছে। আমার আঙুলের আংটি লেগে ওর কপালে সামান্য কাটাছেঁড়া হয়েছে। আমি নিজেই ওকে হাসপাতালে নিয়ে গেছি। এমনকি আমিও চোট পেয়েছি। সবকিছু মিটে যাওয়ার পর কিছু মানুষ এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খেলার মাঠে এই ধরনের রাজনৈতিক প্রভাব ও হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু এলাকাবাসী। স্থানীয় প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।