
ওঙ্কার ডেস্কঃ ২৩ জানুয়ারি বাংলায় মুক্তি পেয়েছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। বাংলায় রিলিজের এক সপ্তাহের মধ্যেই জাতীয় স্তরে মুক্তি পেয়েছে এই সিনেমা। ভারতবাসী দেখেছে পেয়েছে বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী। এবার বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তরফেও শুভেচ্ছা এল রামকমল ও রুক্মিণী মৈত্রর কাছে।
‘বিনোদিনী’ ট্রেলার মুক্তি থেকে ছবি প্রকাশের পরেও সমানভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। রুক্মিণী মৈত্র নাট্যসম্রাজ্ঞীর জীবনী সফলভাবে তুলে ধরেছেন পর্দায়। তারপর থেকেই হল ভিজিট হোক বা যে কোনও অনুষ্ঠান, যেখানেই যাচ্ছেন প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। শুক্রবার সেই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় রামকমল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। জুনিয়র বচ্চনকে ধন্যবাদ জানাতেও ভোলেননি পরিচালক। আর তারপরেই আর মাধবনও শুভেচ্ছা জানান। ‘বিনোদিনী’ ট্রেলার শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘এই অসাধারণ প্রচেষ্টার জন্য তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা রামকমল। আমি নিশ্চিত যে ছবিটা তোমাদের অত্যন্ত গর্বিত করবে এবং ইতিহাস তৈরি করবে। জাতীয় স্তরে রিলিজের জন্য বিনোদিনীর গোটা টিমকে শুভেচ্ছা।’
ইতিমধ্যেই মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে, গুয়াহাটি, হায়দরাবাদ এবং নয়ডা-সহ একাধিক জায়গায় মুক্তি পেয়েছে রুক্মিণীর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সম্প্রতি মুম্বইতেও ছবির প্রিমিয়ার হয়েছে। এদিন হাজির ছিলেন মহেশ ভাট, মধুর ভাণ্ডারকর, এষা দেওল-সহ আরও অনেকে।