
অপরূপা কাঞ্জিলাল, ওঙ্কার বাংলা : টলিউডে যেন একের পর এক বিচ্ছেদের খবরই শিরোনামে জায়গা করছে। একদা সুখী দাম্পত্যের রসায়নে যারা অনুরাগীদের অনুপ্রাণিত করতেন আজ সেই সব তারকারাই নিজেদের পথ আলাদা করেছেন। মন খারাপ অনুরাগীদের। তারকাদের রঙিন আকাশে আজ দাম্পত্য বিচ্ছেদের কালো মেঘের ঘনঘটা। বর্তমানে টলিউডের অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে জোর চর্চা, যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, একের পরে এক পোস্ট। তবে এরই মাঝে ফের সিঁদুরে মেঘ দেখছেন টলি প্রেমীরা। কারণ এবার যে নামটা সামনে আসছে তা হলো ঋষি কৌশিক। অভিনেতা ঋষি কৌশিকের একটি পোস্ট ঘিরেই শুরু যাবতীয় জল্পনা। অভিনেতা নিজের একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এই পর্যন্ত ঠিকই ছিল জল্পনা তৈরি করল তার সাথে ক্যাপশনটি ঋষি লেখেন, “মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সঙ্গে পথ চলার চেয়ে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের।” এই পোস্ট দেখেই নড়ে চড়ে বসেছেন নেতাগরিক তথা অভিনেতার অনুরাগীরা। তাদের প্রশ্ন কোন জটিলতা তৈরি হলো কি? এই জল্পনায় ঘি ঢেলেছে অভিনেতার দুদিন আগে করা আরও একটি পোস্ট। সেখানে দু’টি ছবি ছিল, একটি স্ত্রী দেবযানীর সঙ্গে, অন্যটি তাঁর একার। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, “বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।” স্বাভাবিক ভাবেই দুইয়ে দুইয়ে চার করছেন অনেকে। তাদের মনখারাপ নিয়ে করা প্রশ্ন তবে কি আবার একটি দাম্পত্য ঝড় উঠলো টলি অন্দরে?