
অপরূপা কাঞ্জিলাল : জীবন একটাই। তাই সব রকমেরই অভিজ্ঞতার স্বাদ চেয়েছেন তিনি। মাস কয়েক মাস আগে সামান্থা রুথ প্রভুর সাথে প্রতারণা করেছিলেন স্বীকার করে এমনই বক্তব্য রেখেছিলেন নাগা চৈতন্য। সামান্থার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন তিনি জড়িয়ে ছিলেন অন্য এক সম্পর্কে ঠকিয়েছিলেন সামান্থাকে। প্রশ্ন উঠতে পারে দ্বিচারিতা কি জীবন উপভোগের এক পন্থা হতে পারে? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও দেখা গেল কানাঘুষয় শোনা যাওয়া কথাই আসলে সত্যি। বাগদান সরলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বহু দিন ধরে দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে বিনোদন জগতে। অবশেষে বৃহস্পতিবারই সেই সম্পর্কের এক নতুন সফরের শুরু করেছেন তাঁরা। ২০২১-এ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা। দীর্ঘ চার বছরের দাম্পত্য ছিল তাঁদের। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা।একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। সেখান থেকে একটি ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায়, নাগা ও শোভিতা ওয়াইন চেখে দেখার এক অনুষ্ঠান উপভোগ করছেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা। তবে সেই জল্পনা যে অবশেষে সত্যি হলো তা সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে। বাগদান অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন নিজেই। প্রথম স্ত্রী সামান্থা বর্তমানে কঠিন রোগের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন তার মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে নাগা চৈতান্য।