
ওঙ্কার ডেস্কঃ বছর শেষে বিয়ের এক ঝলক প্রকাশ করেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করতেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। তখনই প্রশ্ন উঠেছিল অঙ্কুশ-ঐন্দ্রিলা কি বহু বছরের প্রেমে শিলমোহর দিতে চলেছেন? সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে লেখেন, ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ…..।’
দীর্ঘ দিনের সম্পর্ক অঙ্কুশ-ঐন্দ্রিলার। কবে তারা বিয়ে করবেন কবে বিয়ের বেশে দেখা যাবে জুটিকে সেই প্রশ্ন ছিল অনুরাগীদের। অবশেষে অপেক্ষার অবসান ,নতুন বছরের শুরুতেই তারকা জুটিকে দেখা গেল বিয়ের সাজে! তবে কি লুকিয়ে বিয়ে সেরে ফেললেন দম্পতি? এবার সেই জল্পনা শুরু হয়েছে সমাজ ও সংবাদমাধ্যমে ।
সাবেকি সাজে বেনারসিতে দেখা গেছে ঐন্দ্রিলাকে। প্রসাধনীতেও রয়েছে সাবেকি ছোঁয়া। অন্যদিকে বাঙালি পাঞ্জাবিতে সেজেছেন অঙ্কুশ। শুধুমাত্র বিয়ের সাজেই নয়, তাদের দেখা গেছে রিসেপসনের লুকেও। দুজনেই বেছে নিয়েছেন কালো রঙের পোশাক। বলাই বাহুল্য এটি তাদের বিয়ের সাজের একটি মহড়া। এক পোশাক শিল্পীর বিজ্ঞাপনের শুটের জন্যই তাদের এই সাজ। সত্যিই কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারকা দম্পতি তা এখনও ধোঁয়াশা।