
ওঙ্কার ডেস্ক: গতবছরই আভাস মিলেছিল যে গ্যারিক্সের সঙ্গে কাজ করছেন অরিজিৎ সিং। এবার অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির আন্তর্জাতিক খ্যাতনামা ডিজে মার্টিন গ্যারিক্স। গত ফেব্রুয়ারি মাসেই অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন এড শিরান। শিলংয়ে শো করতে যাওয়ার পথে ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদে। প্রত্যন্ত অঞ্চলে দুই গায়ক সুপারস্টারের স্কুটি চড়ে রাতে ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল সেইসময়ে।
কখনও অরিজিৎ সিংয়ের বাড়ির সোফায় গা এলিয়ে গানে মজেছেন মার্টিন গ্যারিক্স, আবার কখনো গায়ককের সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠেছেন। শুক্রবার রাতে সেই দৃশ্য দেখে অবাক অনুরাগীরা! ঠিক যেমনটা শিরানের সময় হয়েছিল। জানা গিয়েছে, কাজের সূত্রেই জিয়াগঞ্জে গিয়েছেন মার্টিন গ্যারিক্স। একসঙ্গে তাঁরা একটি দোভাষী গানের উপর কাজ করছেন। যে গানের নাম ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’। হিন্দি এবং ইংরেজি ভাষার মিশেলে তৈরি হচ্ছে সেই গান।
জিয়াগঞ্জের ভূমিপুত্র তথা সুপারস্টার গায়ক যদিও কখনোই এসব বিষয়ে মুখ খোলেননি। লাইমলাইটের অন্তরালে থাকতেই পছন্দ করেন। তবে এবার মার্টিন গ্যারিক্সের সঙ্গে সাক্ষাতের ভিডিও ভাগ করে নিয়ে সুখবর দিয়েছেন তিনিও। ২০১২ সালে সঙ্গীতজগতে আত্মপ্রকাশের পর থেকে মার্টিন গ্যারিক্স ‘অ্যানিমালস’, ‘ইন দ্য নেম অফ লাভ’, ‘সামার ডেজ’ এবং ‘স্কেয়ার্ড টু বি লোনলি’র মতো হিট গানের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে নতুন যুগলবন্দিতে নিয়ে আসছেন তিনি।