
ওঙ্কার ডেস্ক: এলোমেলো চুল। চোখে জল এ ভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন প্রয়াত অভিনেতার ইরফান খানের পুত্র বাবিল খান। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছিলেন বাবিল। আবার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিয়ো মুছে ফেলেন। তারপর বেমালুম মুছে ফেলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই। কিন্তু ততক্ষণে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।
প্রসঙ্গত, কাঁদতে কাঁদতে বাবিল বলেছিলেন, “বলিউড একটা জঘন্য জায়গা। বলিউডের লোকজন খুবই রূঢ়।” শুধু তাই নয়, অনন্যা পাণ্ডে, অর্জুন কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিং ও কয়েকজনের নামও উল্লেখ করেন তিনি। তবে কী কারণে হঠাৎ ক্যামেরার সামনে ক্ষোভপ্রকাশ করলেন তিনি তা স্পষ্টভাবে বোঝা যায়নি। বলিউডের বৈষম্য নিয়ে তিনি ভেঙে পড়েছেন বলে অনুমান করেন অনুরাগীরা।
স্বাভাবিকভাবেই, বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই বাবিলের সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়, বাবিলের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। বাবিলের মা, অর্থাৎ সুতপা সিকদার সেই বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। বিবৃতিতে লেখা, “শেষ কয়েক বছরে বাবিল ওঁর কাজের জন্য অনেক ভালবাসা ও উৎসাহ পেয়েছে। ওঁর শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, বাবিল নিরাপদে রয়েছেন এবং এখন আগের চেয়ে ভাল বোধ করছেন। তবে ওঁর ভিডিয়োবার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। অন্য প্রসঙ্গে ওই বার্তার অর্থ খোঁজা হয়েছে।” এরপরই বাবিলের ইন্সটা স্টোরিতে দেখা যায়। সেখানেই অভিনেতা কৃতজ্ঞতা জানান সকলকে। তিনি লেখেন, “আপনাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটির অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে, পাশাপাশি বাবিল জানিয়ে দেন তিনি ক্লান্ত। লেখেন, “এর থেকে বেশি কিছু বলার শক্তি আমার নেই এখন। তবে আমার সহযোগীদের জন্য এইটুকু লিখতেই হচ্ছে, আমি ওদের শ্রদ্ধা করি।”