
ওঙ্কার ডেস্ক- ফের নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধুর বাসভবনের পাশাপাশি একাধিক জায়গায়। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। একইদিনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় সেদেশের আরও এক মডেল অভিনেত্রী সোহানা সাবাকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, অভিনেত্রী শাওন রাষ্ট্রীয় ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন। বাংলাদেশের এক পুলিশ কমিশনার বলেন, ‘উনি রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছিলেন।’ তাঁকে আপাতত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেই জানা গেছে। অন্যদিকে, সোহানাকে আটকের বিষয়টি জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মহম্মদ তালেবুর রহমান। বর্তমানে তাকে অভিনেত্রী হিসাবেই চেনেন সকলে। তবে নৃত্যশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন সোহানা সাবা।
হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। এরপর আবার নতুন করে বুধবার থেকে অশান্তি বাড়তে শুরু করেছে। এদিন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিবিজড়ি বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করা হয়। সোশ্যাল মিডিয়া এবং সেদেশের সংবাদমাধ্য়মের একাধিক ছবি ও ভিডিয়োতে দেখা যায় সেই ঘটনা।