
ওঙ্কার ডেস্কঃ নতুন বছরে একের পর এক নতুন ছবি মুক্তি পেতে চলেছে। রুক্মিণী মৈত্রর বিনোদিনী যেমন। এই ছবি একজন নটীর উপাখ্যান। গত বছর কালীপুজোতে প্রথম টিজারেই চমকে দিয়েছিলেন অভিনেত্রী। ২০২২ সালে প্রথম জানা গিয়েছিল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে এই ছবি।
‘শ্রী চৈতন্য লীলা’ নাটকের দৃশ্যে গেরুয়া বস্ত্রে দুহাত তুলে দেখা গিয়েছে নায়িকাকে। ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গবাবুর চরিত্রে। ব্যবসায়ী গুর্মুখ রায়ের চরিত্রে রয়েছেন মীর।
রবিবার ছবির পোস্টার শেয়ার করে দেব লেখেন, বঙ্গ রঙ্গমঞ্চের কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবন কাহিনি নিয়ে আপনাদের কাছে আসছি জানুয়ারি ২৩ তারিখ। আমাদের বিনম্র নিবেদন কিংবদন্তী অভিনেত্রীর বিনোদিনীর উদ্দেশে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্টার থিয়েটারের নাম বদলের নির্দেশ দেন। বিনোদিনী দাসীকে সম্মান জানাতে স্টার থিয়েটারের নাম বদল করে নতুন নাম দেওয়া হয়েছে বিনোদিনী থিয়েটার। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।