
ওঙ্কার ডেস্কঃ গত ৪ বছর ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল বড় পর্দায় আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। প্রাক্তন অধিনায়ক নিজেই ২০২১ সালে সেই কথা ঘোষণা করেছিলেন। কিন্তু কে হবেন পর্দার সৌরভ গাঙ্গুলি সেই নিয়ে আলোচনা ছিলই।
রাজকুমার রাও অভিনয় করতে পারেন সৌরভ গাঙ্গুলির ভূমিকায়। যদিও এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে সৌরভ গাঙ্গুলির চরিত্রে আয়ুষ্মান খুরনার নাম উঠেছিল। কথা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। অন্যদিকে সৌরভ গাঙ্গুলির পছন্দ ছিল রণবীর কাপুর। তবে রণবীর রাজি হননি।
২০২১ সালে প্রথম সৌরভের বায়োপিকের কথা ঘোষণা হয়। জানা যায়, পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে ছবিটি পরিচালনা করবেন। সেই সময়েই গুঞ্জন ওঠে রণবীর কাপুরকে দেখা যেতে পারে বায়োপিকে। যদিও এই বিষয়ে রণবীর বলেন, ‘শুধু দেশে নয় বাইরেও সৌরভ গাঙ্গুলি একজন লেজেন্ড। তবে আমার কাছে এই ছবির অফার আসেনি।’