
ওঙ্কার ডেস্কঃ ‘খাদান’ রিলিজ করা নিয়ে সমস্যা হলেও ,সিনেমা হলে আসার পর বক্স অফিসে সাড়া ফেলে দেয় এই ছবি । শুরু থেকেই এই ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এছাড়াও খাদানের প্রচার নিয়ে রাজ চক্রবর্তীর বিরুদ্ধের কটাক্ষের অভিযোগও ওঠে। যদিও পরে পুরো বিষয়টিই ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দেন রাজ চক্রবর্তী।
এই ঘটনায় দেব কোনও প্রতিক্রিয়ায়ই দেন প্রথমে। তবে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘সবসময় বিশ্বাস করি, আমার কাজ সব জবাব দেবে। আর আমি তাই করে এসেছি। যাঁরা একটা সময় আমায় ট্রোল করত, তারা টিকিট কেটে প্রথমদিন গিয়ে আমার ছবি দেখে। এটাই তো পাওয়া।’
সম্প্রতি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে সমাজমাধ্যমে দেব অনুরাগীরা ছুড়ে দিয়েছেন বিতর্কিত মন্তব্য। সেই ঘটনার জেরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পুলিশের দারস্থ হয়েছেন। এ বিষয়ে দেব বলেন, ‘এখানে আমার, আমার ছবির বা আমার টিমের কেউ জড়িত নয়। প্রতিটা মানুষ ট্রোল হয়।আমি এগুলোকে উৎসাহ দিই না।’