
ওঙ্কার ডেস্কঃ টাকি বয়েজ স্কুলে শুরু হয়েছে ‘টিব্যাক কার্নিভ্যাল’। এই কার্নিভ্যালের অন্যতম আয়োজক কুণাল ঘোষ। প্রাক্তনীদের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। আর এই কার্নিভ্যালের দ্বিতীয় দিনে দেব প্রযোজিত ছবি ‘বিনোদিনী, একটি নটীর আখ্যান’-এর প্রচারে হাজির হয়েছিলেন পর্দার বিনোদিনী রুক্মিণী। হাজির ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও।
রুক্মিণী থাকলেও অনুষ্ঠানে ছিলেন না দেব। নানান কারণে নানান সময়ে কুণাল ঘোষ দেবকে সমাজমাধ্যমে কটাক্ষ করেছেন এবং ছুঁড়ে দিয়েছেন বিভিন্ন অভিযোগও। আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে ছবি প্রচার করছেন বলেও কটাক্ষ করেন কুণাল। অন্যদিকে দেবও জবাব দিয়েছেন। তবে কার্নিভ্যালে দেবের অনুপস্থিতি নিয়ে কুণাল ঘোষ বলেন, দেবকে ডাকা হয়নি। দেব আসলে বিনোদিনী ঢাকা পড়ে যেত। অনুষ্ঠানে বিনোদিনী টিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইতিমধ্যেই স্টার থিয়েটারের নাম বদলে মুখ্যমন্ত্রী বিনোদিনী থিয়েটার নামকরণ করেছেন। সকল দর্শকদের বিনোদিনী দেখার আবেদন জানিয়েছি।
টেক্কার ট্রেলার লঞ্চের সময় থেকেই পরিবেশ হালকা হতে শুরু করে। তারপরে আর কুণাল ঘোষ ও দেবকে কোনও বিতণ্ডায় জড়াতে দেখা যায়নি।