
ওঙ্কার ডেস্ক: বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে নানা গুঞ্জন। একদিকে ফেডারেশন অন্যদিকে পরিচালক গিল্ডের সমস্যায় টলিপাড়া। তারপরেও বাংলায় শুটিং? বর্তমান পরিস্থিতি সবই জানেন তিনি। সব দিক সামলেই বাংলায় আগামী তিনটি হিন্দি ছবির শুটিং করবেন, কথা দিয়েছিলেন। সেইমত কলকাতা শহরে উপস্থিত সুধীর মিশ্র। আগামী তিনটি ছবির একটির জন্য শহর পরিদর্শন করলেন তিনি। প্রথমেই সোজা বেলেঘাটা, গান্ধী ভবন। তিনি জানান, তাঁর মায়ের জীবনে গান্ধীজির প্রভাব প্রবল। দাদু ছিলেন স্বাধীনতাসংগ্রামী। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজির সঙ্গে নিত্য ওঠাবসা। ওঁদের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। তাহলে কি এবার গান্ধীজি কে নিয়ে ছবির ভাবনা পরিচালকের, তা ক্রমশ প্রকাশ্য।
জানা যাচ্ছে, মায়ের ইচ্ছে পূরণ করতে ছবির পটভূমিকায় আসছে মা-ছেলের কথোপকথন, সেখানে আসতে পারেন গান্ধীজিও। পরিচালকের তিনটি ছবির প্রযোজক তাঁর প্রিয় বন্ধু প্রীতিময় চক্রবর্তী।
এছাড়াও তাঁর বাকি তিন ছবির একটিতে তাঁর বাবার ছেলেবেলা আর একটি নিস্বার্থ প্রেম জায়গা করে নেবে। মাকে নিয়ে যে ছবিটি বানাতে চলেছেন চিত্রনাট্য লেখা শেষ ইতিমধ্যেই। বললেন, “আমি সাধারণত পাঁচ থেকে ছয় ভাগে চিত্রনাট্য বানাই। তাঁর কাছে আজ শুটিং প্লট দেখেই কাল শুটিং নয়। কাজ শুরু হতে পারে অক্টোবর-নভেম্বর মাসে।”
সুতরাং বোঝাই যাচ্ছে পরিচালক সুধীর মিশ্রর হাত ধরে আগামী দিনে দর্শক এক ভালো ছবি উপহার পেতে চলছেন। আপাতত সেই ছবি প্রেক্ষাগৃহে আসার অপেক্ষা।