
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুরঃ বিভিন্ন গল্প, ছবি, নাটকের মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরেন অভিনেতা-অভিনেত্রীরা। তেমনই ড্রামাডোল নাট্য সংস্থার নতুন প্রযোজনা “রেখেছো বাঙালি করে” মঞ্চস্থ হল বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের অন্তরঙ্গ মঞ্চে। দক্ষিণ দিনাজপুর জেলার পরিষদের এই প্রযোজনা সংস্থার সহ-সভাপতি হলেন অম্বরিশ সরকার। রবিবার এই নাটকটি ব্ল্যাক বক্স থিয়েটারে অন্তরঙ্গ মঞ্চে করা হয়।
“রেখেছো বাঙালি করে, মানুষ করোনি”—এই নাটকে তীব্র আত্মসমালোচনার মধ্যে দিয়ে সমাজের সামনে বাঙালির অস্তিত্বের সংকট তুলে ধরলেন নাট্যকার অম্বরিশ সরকার। জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত “বাংলার নাট্যকার্বণ” উৎসবের অংশ ছিল এই নাট্যানুষ্ঠান। নাটকটি বাঙালির লুপ্তপ্রায় মানসিকতা ও পরিচয়ের সংকটের গল্প তুলে ধরে দর্শকের সামনে। নাট্যকার অম্বরিশ সরকার বলেন, বাঙালি যেন একটি ডাইনোসরে পরিণত হচ্ছে—সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, পরিচয় ঝাপসা হয়ে যাচ্ছে। তাই নাটকের মাধ্যমে মানুষের সামনে বিষয়টি তুলে ধরা হয়েছে। গল্পের মধ্যে দিয়ে বাস্তবকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে অভিনয়ের মাধ্যমে।
অনুষ্ঠানের দিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। “রেখেছো বাঙালি করে” নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অম্বরিশ সরকার। এছাড়াও অভিনয়ে ছিলেন রোহন চক্রবর্তী, অয়ন মজুমদার, নান্টু সরকার ও নিহার বিশ্বাস।