
ওঙ্কার ডেস্কঃ বলিউডের তারকারা তার ইশারায় পর্দায় নাচেন । বৃহস্পতিবার বলিউডের সেই অন্যতম জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফারের ফারাহ খানের জন্মদিন । তাঁর জীবনের নানান কাহিনী প্রকাশ্যে এসেছে বহুবার। তিনি নিজের দক্ষতায় তাঁর পরিচিতি তৈরি করেছেন বলিউডে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত সামলেছেন নিজেই। দারিদ্রতা থেকে বাবার মৃত্যু শোক সহ্য করেছেন, কিন্তু নিজের কাজের কোনও আঁচ পড়তে দেন নি। প্রতিষ্ঠা পাওয়ার জন্য
রাজকীয় জীবন ছেড়ে রাস্তায় নামতে হয় ফারাহ খানকে। তিনি নিজের থেকে ৯ বছরের ছোট প্রেমিককে বিয়ে করে ৪৩ বছর বয়সে ৩ সন্তানের মা হন। ২০০৪ সালে ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হু না’ ছবির সেট থেকেই তাঁদের প্রেম শুরু হয়। ম্যায় হু না ছাড়াও ওম শান্তি ওম, তিস মার খান, শুভ নববর্ষ ছবিতে তিনি দর্শকের নজর কেড়েছেন। পরিচালক ছাড়াও তিনি ভারতের অন্যতম নৃত্য পরিচালক হিসাবেও খ্যাতি অর্জন করেছেন।