
ওঙ্কার ডেস্কঃ গত বছর জুলাই মাসে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের সমস্যা নিয়ে জল অনেক দূর গড়িয়ে ছিল। বন্ধ করতে হয়েছিল পরিচালকের পুজোর ছবির শুটিং। ফের নতুন বছরের শুরুতে পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিকে ঘিরে তৈরি হয়েছে জটিলতা। ঘটনাচক্রে এটিও তাঁর পুজোর ছবি।
জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি উত্তরবঙ্গে কৌশিকের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। আগামী শনিবার সেখানেই পৌঁছে যাওয়ার কথা গোটা টিমের। কিন্তু টেকনিশিয়ানদের একটা বড় অংশ টিমের সঙ্গে আউটডোরে যেতে অস্বীকার করেছেন। কী কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও জানা যায়নি।
গত বছরের ফেডারেশন বনাম পরিচালকের সমস্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তীসহ একাধিক পরিচালক ফেডারেশন বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এমনকি সাময়িক কর্মবিরতিরও ডাক দেন তাঁরা। পরে যদিও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কারণে সমস্যার সমাধান হয়। একইভাবে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও শুটিংয়ের অনুমতি পাননি ফেডারেশনের পক্ষ থেকে। অন্যদিকে শুটিংয়ের অনুমতি পেয়েছেন পরিচালক অরিন্দম শীল। তিনিও খুব শিগগির কাজ শুরু করবেন বলে স্থির করেছেন। তবে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, টেকনিশিয়ান লিস্ট নিয়ে একটু সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলছে।