
ওঙ্কার ডেস্ক : ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো টাউন অ্যারেনায় অনুষ্ঠিত হল গ্র্যামি পুরস্কার অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা তরকা। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিশ্বের নানা সঙ্গীতশিল্পীরা পেলেন তাঁদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডন।
সেরা নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে ‘ত্রিবেণী’ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কণ্ঠশিল্পী ও উদ্যোক্তা চন্দ্রিকা ট্যান্ডন। এই অ্যালবামটি দক্ষিণ আফ্রিকার বাঁশিবাদক ওয়াউটার কেলারম্যান এবং জাপানি সেলিস্ট ইরু মাতসুমোটোর সঙ্গে তৈরি করেছিলেন চন্দ্রিকা। চেন্নাইয়ে বড় হলেও চন্দ্রিকা গ্র্যামির মঞ্চে নিজের শিকড়কে ভুলে যাননি। পুরস্কার গ্রহণের মঞ্চে তাঁকে দেখা গেছে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে। সবুজ রঙের লম্বা ঝুলের সালোয়ার এবং গোলাপি জ্যাকেটে তিনি উপস্থিত হন। তাঁর অন্য এক পরিচয় হল চন্দ্রিকা ট্যান্ডন পেপসিকোর প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ির বড় বোন।
গ্র্যামি জয়ীর পরে চন্দ্রিকা বলেন, এটি সত্যিই আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত। এই বিভাগে অনেক শিল্পীরা মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই পুরস্কারের মাধ্যমে আমাদের কাজেকে সম্মান জানানো হয়েছে। অন্যদিকে একই বিভাগে ১১তম গ্র্যামির মনোনয়ন পেয়েছিলেন রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর, কিন্তু তিনি এই দৌড়ে জয়ী হতে পারেননি।
ভিডিও দেখুন-