
ওঙ্কার ডেস্ক : বাংলার অন্যতম দুই সুপারস্টারের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তৈরি হয়েছে গভীর উত্তেজনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে প্রায় একই সময়ে দুই তারকা দিয়েছেন একটি বার্তা। তাঁদের পোস্টে লেখা, ‘৩রা ফেব্রুয়ারির জন্য আপনি তৈরি নন’। সঙ্গে নেটফ্লিক্সের লোগো। তারপরই লেখা ‘পরবর্তীতে নেটফ্লিক্সে’।
এরপরেই শুরু হয়েছে নানা গুঞ্জন। কী ঘটতে চলছে ? কী ঘটনার আভাস দিলেন নায়কেরা ? নানা জনের নানান মত। অনুরাগীদের একের পর এক মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। অনেকেই মনে করছেন, বলিউড পরিচালক নীরজ পাণ্ডের নতুন সিরিজ ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়েই হয়তো কোনও খবর দেবেন এই সুপারস্টার। সেই সিরিজেরই প্রথম ঝলক আসতে পারে সামনে। তবে এ ব্যাপারে কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন প্রসেনজিৎ ও জিৎ। এবার শুধু সময়ের অপেক্ষা তারপরেই জানা যাবে আসল রহস্য।
প্রসঙ্গত ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপাটারে’র কিছু অংশের শুটিং হয়েছে শ্যামবাজারের মোহনলাল স্ট্রিটে। শুটিং হয় গত জুন মাসে। নীরজের সিরিজটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল দেব বসু, ঋত্বিক ভৌমিক, শ্রুতি দাস, শোলাঙ্কি রায়, প্রমুখ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংও।