
ওঙ্কার ডেস্ক: ২৬ ফেব্রুয়ারি শেষ দিন ছিল কুম্ভমেলার। পুণ্যলাভের আশায় বহু জায়গা থেকে বহু মানুষ এসেছিলেন এই মেলায়। বাদ যাননি টলিউদ-বলিউডের তারকারা। মন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলেই শেষ মুহূর্তে হলেও পৌঁছেছিলেন মহাকুম্ভে। তবে এই মেলা নিয়ে হয়েছে একাধিক বিতর্ক। তেমনই মহাকুম্ভে গিয়ে বিপাকে পড়েন বলিউড নায়িকা ক্যাটরিনা কইফ। কুম্ভে শাশুড়িকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। ত্রিবেণি সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। হলুদ রঙের সালোয়ার- কামিজ় পরে স্নান করেছিলেন অভিনেত্রী। তাঁর হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা।
বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, কুম্ভে স্নান করতে গিয়ে ক্যাটরিনাকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিল। অভিনেত্রীকে দেখতে শয়ে শয়ে মানুষ এগিয়ে আসেন। ঘিরে ধরেন ক্যাটরিনা ও তাঁর পরিবারকে। ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্যই এই ব্যক্তিরা ভিড় করেছিলেন বলে জানা গিয়েছে। তবে এর জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে।
কিছু ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেই সময় ত্রিবেণি সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও। কিন্তু ক্যাটরিনাকে দেখে তাঁরা ভিড় করতে থাকেন নিজস্বী তোলার জন্য। ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য সংবাদমাধ্যম ও নেটপ্রভাবীরাও ছুটে আসেন। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতচকিত হয়ে যান অভিনেত্রী নিজেও। জানা গিয়েছে, মহাকুম্ভের ভিআইপি জোনে থাকা সত্ত্বেও স্নান করতে গিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হয় ক্যাটরিনাকে। সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ বলিউড অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার কুম্ভে মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায় অভিনেত্রীকে দেখা গিয়েছিল। কুম্ভ নিয়ে ক্যাটরিনা বলেছিলেন, “অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। আজ গোটা দিনটা মহাকুম্ভেই কাটাব। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।”