
ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে যুদ্ধের আবহ। সেই সময় সাধারন মানুষকে সতর্ক করতে ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিরণ দত্ত। কিরণ ভিডিওয়োর মাধ্যমে বলেছেন, ”কিছু কথা বলা গুরুত্বপূর্ণ মনে হলো। গত দু’ দিন ধরে প্রচুর ফেক নিউজ ঘুরছে চারিদকে। তাই ঠিক খবর জানতে ভারত সরকারের অফিশিয়াল পেজ, ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল পেজ ফলো করা উচিত। কোনও খবর ছড়ানোর আগে ভালো করে সেটি যাচাই করে নেবেন। সংবাদমাধ্যমের একাংশ অনেক সময়ে ভুল খবর করে ফেলছে।”
এরপরেই তিনি এমন একটা বিষয় সম্পর্কে সতর্ক করলেন, যা নিয়ে এই মুহূর্তে অনেকের নজর ছিল না। কিরণ বলছেন, ”সাইবার অ্যাটাকের চেষ্টা করা হতে পারে। তাই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সাবধান হয়ে ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড অফ করে রাখুন। কোনও অচেনা ফোন নম্বর থেকে টেক্সট এলে, পিডিএফ এলে বা অন্য কোনও ফাইল এলে সেগুলো খুলবেন না। আর যে কোনও ফোনের সেটিংসয়ে গিয়ে সরকারের তরফে নোটিফিকেশন যাতে পান, সেটার ব্যবস্থা করে রাখুন। অনেক সময়ে সাধারণত এমন নোটিফিকেশন অফ করা থাকে। সেটা অন করে দিতে হবে। এর পাশাপাশি বলব, ভরসা রাখুন দেশের উপর, সেনাবাহিনীর উপর। অযথা ভয় পাবেন না। আর ভুল খবর ছড়াবেন না।”
কিরণের এমন বার্তা যে অনেকের কাজে লাগছে, তা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, তাঁর এই ভিডিয়োকে ঘিরে সাধারণ মানুষরা নানা মন্তব্য করেছেন। একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”সাইবার অ্যাটাকের বিষয়টা অনেক সময়ে মাথা থেকে বেরিয়ে যায়। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ চললে, তখন এটা আক্রমণের পথ হিসাবে ব্যবহার হতেই পারে। কিরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।”