
ওঙ্কার ডেস্কঃ শনিবার সকালে হাসপাতালে ভর্তি বলিউড নায়িকা কিয়ারা আডবাণী। এমন খবরই রটে ছিল সমাজমাধ্যমে। দক্ষিণী তারকা রামচরণের সঙ্গে তার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও ছিল, সেখানেও অনুপস্থিত ছিলেন নায়িকা। কিন্তু আচমকাই কিয়ারার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উৎসুক অনুরাগীরা।
অন্যদিকে গত ২৫ ডিসেম্বর বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ছবি শেয়ার করেন কিয়ারা। পরনে অনুষ্কা শর্মার মত পলকা ডটের পোশাক পরায় নায়িকা অন্তঃসত্ত্বা কি না তাই নিয়ে নেট দুনিয়ায় শোরগোল পড়েছিল। অবশ্য জল্পনায় কান দেয়নি তারকা জুটি। এরপরই কিয়ারার সহযোগী দলের থেকে খবর আসে, হাসপাতালে ভর্তি হননি নায়িকা। কাজের চাপ বাড়ায় শারীরিক অসুস্থার জন্য হাসপাতালে যেতে হয় তাঁকে।
কিয়ারা ও রামচরণের ছবি গেম চেঞ্জার মুক্তি এই মাসেই। সেই ছবিরই প্রচার চলছিল। শঙ্কর পরিচালিত এই রাজনৈতিক ছবি নিয়ে বেশ কিছু দিনে ধরেই আগ্রহ তৈরি হয়েছিল দর্শকের মধ্যে। তারই মাঝে এই বিপত্তি।