
ওঙ্কার ডেস্ক: আগামী ৩০শে মে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার ফিল্ম ‘যকের ধন’। সিরিজের তৃতীয় পর্ব সোনার কেল্লায় যকের ধন নিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় তিন জুটি কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী। সত্যজিৎ রায়ের ১৯৭১ সালের কালজয়ী ছবি সোনার কেল্লা থেকে অনুপ্রাণিত হয়ে, পরিচালক সায়ন্তন ঘোষাল তৈরি করেছেন এই নতুন গল্প। মনোবিজ্ঞানী ডাক্তার রুবি চট্টোপাধ্যায় হিসেবে আবারও ফিরছে কোয়েল মল্লিক, আর গবেষক বিমল ও কুমারের ভূমিকায় যথাক্রমে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।
গল্পে দেখা যাবে, বড় হয়ে ওঠা মুকুলের চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস। মুকুলের অতীত জীবনের স্মৃতি ফিরে আসার পর রুবি, বিমল এবং কুমার তাকে নিয়ে যান সোনার কেল্লায়, রহস্যময় দর্শনপাথর খুঁজতে। সায়ন্তন ঘোষাল পরিচালিত সোনার কেল্লায় যকের ধন আপনাকে এক নতুন জগতে নিয়ে যাবে। বড় পর্দায় এই অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে অপেক্ষা মাত্র আর কিছুদিনেই।