
ওঙ্কার ডেস্কঃ বেশ কিছু দিন ধরেই টলিপাড়ায় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পরলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রুবেল-শ্বেতা। এদিন বৈদিক মতে বিয়ে সরেন এই তারকা জুটি। বিয়ের আসরে ‘চোখ তুলে দেখো না কে এসেছে’, গানে এন্ট্রি নেন বরের সাজে রুবেল । অন্যদিকে কনেও কিছু কম যায় না। লাল বেনারসিতে সাবেকি বিয়ের সাজে নাচ করতে করতে মন্ডপে প্রবেশ করে শ্বেতা।
রুবেল ও শ্বেতা আগে থেকে ফাঁস করেননি তাঁদের বিয়ের প্ল্যানিং। বছরের শুরুতে অবশ্য নিজেরাই জানিয়েছিলেন বিয়ের তারিখ। গত বছর ডিসেম্বরে প্রথমে আংটি বদল হয়। তারপরেই দেখা গেছে তাঁদের প্রি-ওয়েডিং শুটের ছবি ও ভিডিও। রবিবার সকালে প্রথম গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসে। পরনে ছিল হলুদ-লাল পাড় চান্দেরি শাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের গয়নায় সাজেন অভিনেত্রী। আটপৌরে ধাঁচে একেবারে বাঙালি সাজে ধরা দেন। রুবেলের পোশাকেও ছিল বাঙালিয়ানা।
২০২০ সালে জি বাংলায় ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল টলিপাড়ায়। আর তারপরেই বন্ধুত্ব থেকে প্রেম। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হল তাঁদের। আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব থেকে শুরু করে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন বিয়েতে।
ভিডিও দেখুন-