
ওঙ্কার ডেস্কঃ অবশেষে সামনে এল ‘অমরসঙ্গী’ সিনেমার ট্রেলার। এক অদ্ভুতুড়ে প্রেমের গল্প নিয়ে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন বিক্রম চ্যাটার্জী ও সোহিনী সরকার। প্রেম, ভালোবাসা ও রহস্যে মোড়া এই ছবির পরিচালক দিব্য চ্যাটার্জী। ৩১ জানুয়ারি সর্বত্র মুক্তি পেতে চলেছে অমরসঙ্গী। ছবিটির প্রযোজনা করেছেন অভিনব ঘোষ, ড্রিমস অন সেল এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স।
গত বছরের শেষ দিকে প্রকাশ্যে এসেছিল অমর সঙ্গী ছবিটির পোস্টার। পোস্টারে দেখা গিয়েছিল সোহিনী হাঁ করে যেন ভয় দেখাচ্ছেন। আর তাঁর ঘাড়ে চেপে হাসছেন বিক্রম। ফলে পোস্টার দেখেই খানিক আন্দাজ করা যাচ্ছে যে কাকে এই ছবিতে ভূতের চরিত্রে দেখা যেতে পারে। যদিও সেই অনুমান কতটা সত্যি সেটা ছবিতেই প্রকাশ পাবে।
বুধবার প্রসেনজিত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। শুরুতেই বিক্রম প্রশ্ন করছেন ‘ভুতেদের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব?’। ছবির নায়ক এমন একজনের প্রেমে পড়ছে যে কিনা বেঁচেই নেই। ট্রেলারে রয়েছে ছবির নানা ঝলক। মারা যাওয়ার পরও পুরনো প্রেমিককে ও প্রেমকে না ছাড়তে পারার গল্প রয়েছে ছবিতে। রয়েছে প্রেমিকার অধিকারবোধও। পুরনো প্রেমের জট ছাড়িয়ে নতুন মানুষের প্রেমে কি পড়বেন নায়ক গল্প এগোবে সেই নিয়েই।