
ওঙ্কার ডেস্ক: অপেক্ষার অবসান সামনে এল ‘ লহ গৌরাঙ্গের নাম রে ‘ ছবির পোস্টার। দোলযাত্রার পুণ্যতিথিতে আনুষ্ঠানিক ভাবে ছবির ঘোষণা করলেন সৃজিত মুখার্জি। শুটিং শুরু হবে খুব শীঘ্রই। তার আগেই শুক্রবার গোটা টিমের সঙ্গে পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক।
এই ছবিটি নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে টলিপাড়ায়। মাঝে অভিনেতা বদলের খবরও প্রকাশ্যে এসেছে। তবে কিছু অভিনেতা নির্বাচন চূড়ান্তও হয়েছে ইতিমধ্যে। ছবির প্রযোজনায় থাকছেন রানা সরকার ও এসভিএফ। এদিন সম্পূর্ণ কাস্ট-এর আনুষ্ঠানিক ঘোষণা হল। আগেই জানা গিয়েছিল, চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। ছবির ‘চৈতন্যদেবে’র সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সৃজিত।
ব্রাত্য বসু গিরিশ ঘোষের ভূমিকায় থাকছেন আর বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা আগেই জানিয়েছিলেন সৃজিত।এছাড়াও আরও চমক রয়েছে ইশা সাহাকে প্রথমবার দেখা যাবে সৃজিতের ছবিতে।ইশা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত নানা কারণে খবরে এলেও, তাঁরা যে আদ্যন্ত পেশাদার, এই ছবির কাস্টিং থেকেই পরিষ্কার। ইশার এই ছবিতে পরিচালকের ভূমিকায় থাকবেন এবং ইন্দ্রনীলকে দেখা যাবে এক সুপারস্টারের চরিত্রে। যার স্ত্রীয়ের ভূমিকায় থাকছেন পার্ণো মিত্র।
শ্রী চৈতন্যের বিশেষ কাহিনী জুড়ে থাকে পুরো ছবিতে। জানা যাচ্ছে নবদ্বীপেই বেশিরভাগ অংশ শুটিং হবে। সঙ্গে কলকাতা ও পুরীতেও শুটিংয়ের সম্ভাবনা রয়েছে। সৃজিত-রানা সরকার জুটির চমকদার ইতিহাস রয়েছে। এর আগে বেশ কিছু ছবি উপহার পেয়েছেন দর্শক। ফলে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি নিয়েও যে দর্শক কৌতহল কিছু কম নয়, তা বলাই বাহুল্য।