
ওঙ্কার ডেস্কঃ ‘খাদান’ ছবির মুক্তি নিয়ে গোড়ার দিকে সমস্যা হলেও বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে এই ছবি। সদ্য দুবাইয়ে পাড়ি দিয়েছে ‘খাদান’। ইতিমধ্যেই দেবের নতুন বছরে পুজোর ছবির ঝলক দেখা গেছে সমাজ মাধ্যমে। দেবের পরবর্তী সিনেমা ‘রঘু ডাকাত’ আসছে চলতি বছরের পুজোয়। সেই ছবিরই প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবিতে থাকছে অভিনেত্রী সোহিনী সরকার ও ইধিকা পাল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তবে কি এবারেও জোড়া নায়িকা থাকবে ছবিতে ? সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
আগেই শোনা গিয়েছিল দেবের ‘রঘু ডাকাত’-এ বিশেষ চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। দেবের ‘গোলন্দাজ’-ছবিতেও অনির্বাণ ভট্টাচার্যও ছিলেন। জানা গেছে, এবার অনির্বাণ ভট্টাচার্যকে খলচরিত্রে দেখা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে কথাও এগিয়েছে। অন্যদিকে ‘রঘু ডাকাত’-এ এই প্রথমবার দেবের সঙ্গে কাজ করবেন সোহিনী সরকার। ‘খাদান’ এর পর ফের টলিউড সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা।
বৃহস্পতিবার রাতেই দুই নায়িকার ছবি দিয়ে ‘রঘু ডাকাত’-এ কাস্টিং নিশ্চিত করেছেন দেব। দেখা গিয়েছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও। ছবির চিত্রনাট্য লেখা ইতিমধ্যেই শেষ করেছেন পরিচালক ধ্রুব। দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা হয়েছে। জানা গেছে, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। ‘রঘু ডাকাত’-এর প্রথম ঝলকেই দর্শকের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের পুজোতেই আসছে ‘রঘু ডাকাত’।