
ওঙ্কার ডেস্কঃ দীর্ঘ বিরতির পর ফের টলিউডে ফিরছেন ঋত্বিকা সেন। নায়িকাকে এর আগে দেব, জিৎ ও বনির সঙ্গে জুটিতে দেখা গেছে। এবার নতুন বছরে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা। রহস্য রোমাঞ্চে ঘেরা ছবি ‘মহরৎ’ এ একটি আকর্ষণীয় চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমায় নায়িকার রহস্য মৃত্যু কেন্দ্র করে গল্প এগোতে থাকে। ধীরে ধীরে ছবির নায়ক ও নায়িকার প্রাক্তন স্বামীর নাম উঠে আসে। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরত্বে এই ছবির শুটিং করা হয়েছে। ছবিতে খুনের জট ছাড়াতে ছাড়াতেই জানা যাবে আসলে খুনি কে।
প্রসঙ্গত, ঋত্বিকা এর আগেও এমন রহস্য রোমাঞ্চকর সিরিজে কাজ করেছেন। আরও একবার তাঁকে এমন ছবিতে দেখতে পাবে দর্শক। আতিউল ইসলামের পরিচালনায় এবং সালিমা খাতুনের প্রযোজনায় নতুন বছরেই আসতে চলেছে এই ছবি। সিনেমায় ঋত্বিকা ছাড়াও অভিনয়ে রয়েছেন দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ প্রমুখ।