
ওঙ্কার ডেস্ক- আরজিকর কাণ্ড ঘিরে প্রতিবাদের অন্য এক রুপ নিয়েছিল। হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারকে ধর্ষণের কাণ্ডে তোলপাড় হয়েছে এক দেশ থেকে অন্য দেশ। সম্প্রতি সেই মামলায় আদালতে দোষীর সাজা ঘোষণার পর বাংলা ধারাবাহিকে আর জি করের এই ঘটনা আসতে চলেছে টিভির পর্দায়।
হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় অভয়ার মৃতদেহ। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, তাঁর নাম সঞ্জয় রায়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। এক সাধারণ মেয়ে স্বপ্ন দেখেছিল মানুষ সেবা করার। সেই স্বপ্ন অধরাই থেকে গেল তাঁর। এই নির্মম ঘটনায় তীব্র শূন্যতা নিয়ে মেয়ের মৃত্যুর সঠিক বিচারের আশায় বেঁচে রইলেন অভয়ার বাবা-মা।
জানা গেছে, এবার সেই কাহিনীই তুলে ধরা হবে আকাশ আট বাংলার পুলিশ ফাইলসে। আর জি কর কাণ্ডের এই পর্ব দেখা যাবে ৮ ফেব্রুয়ারি রাত ৮ টায়, রাত ১১ টা এবং পরদিন দুপুর ১২ টায়। অভয়ার ভুমিকায় অভিনয় করছেন শুভশ্রী, বাবার চরিত্রে আশিষ পাঠক, মায়ের চরিত্রে দেখা যাবে রীনা মিত্রকে, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার চন্দন ব্যানার্জি এবং প্রিন্সিপালের ভূমিকায় থাকবেন রানা রায়।