
ওঙ্কার ডেস্কঃ গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা 2: দ্য রুল’। ১৫০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে এই ছবি। নতুন বছরে নির্মাতারা জানিয়েছিলেন, ছবির সঙ্গে যোগ করা হবে নতুন ও আকর্ষণীয় ২৩ মিনিটের ফুটেজ, যা ছবির দৈর্ঘ্য বাড়িয়ে দেবে। নতুন ফুটেজ যোগ করে ৩ ঘণ্টা ৪০ মিনিটের ছবি হবে ‘পুষ্পা 2: দ্য রুল’। ১১ জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে সেই ছবি দেখা যাবে।
পুস্পা ফ্যানদের জন্য রয়েছে সুখবর। নেটফ্লিক্সে আসছে ‘পুষ্পা 2: দ্য রুল’ এর আনকাট ভার্সন। বুধবার ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করে ‘পুষ্পা-২’ এর ওটিটি রিলিজের তারিখ জানানো হয়েছে। আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ৩০ জানুয়ারি। ইনস্টাগ্রামে টিজার পোস্ট করে নেটফ্লিক্স ‘পুষ্পা ভাউ নে শুন লি আপকি বাত, আব পুষ্পা কা রুল, হিন্দি মে ভি।’ অর্থাৎ ৩০ মিনিটের অতিরিক্ত ফুটেজসহ ‘পুষ্পা ২ রিলোডেড’ ভার্সন নেটফ্লিক্সে ৩০ জানুয়ারি থেকে দেখতে পাবেন দর্শকেরা।
সিনেমার মুক্তির পরই পুষ্পা ২ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে আলোচনায় উঠে এসেছে। মুক্তির প্রথম থেকেই সিনেমাটি সাফল্যের শিখরে পৌঁছে যায় এবং দর্শকদের মনে জায়গা করে নেয় এই ছবি। অবশেষে বড়পর্দার পর ওটিটিতে আসছে ‘পুষ্পা-২’।