
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি এক অনুষ্ঠানে অশ্লীল মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে ছিলেন রণবীর এলাহাবাদিয়া। জল গড়িয়েছে বহুদুর। দেশের নানাপ্রান্তে তাঁর বিরুদ্ধে এফআইআর হতেই, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন রণবীর। এই মামলায়, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল ইউটিউবে নতুন ভিডিও আপলোডে নিষেধাজ্ঞা থাকবে। সেই নিষেধাজ্ঞা ওঠাতেই সম্প্রতি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রণবীর। আদালতের কাছে রণবীর কাতর আবেদন করে বলেন, এই ইউটিউবি তাঁর একমাত্র বেঁচে থাকার তাগিদ, রোজগারের পথ। তাই তাঁকে ইউটিউবে শো চালাতে অনুমতি দেওয়া হোক।
সোমবার সুপ্রিম কোর্ট রণবীরের এমন আবেদন শুনেছেন। তবে তাঁকে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে ইউটিউবে ভিডিও আপলোডের সময় যেন তিনই যেন সব দিক নজর রাখেন। এমন কোনও মন্তব্য যেন না করা হয়, যাতে ভারতীয় সংস্কৃতিতে আঘাত লাগে। নাহলে, আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল, রণবীরের এহেন মন্তব্য অত্যন্ত নোংরা মানসিকতার প্রতিফলন। বাকস্বাধীনতা থাকলেই, এই ধরনের মন্তব্য করা যায় না।