
ওঙ্কার ডেস্কঃ জি বাংলা – স্টার জলসার ধারাবাহিক থেকে রিয়্যালিটি শো, সব অনুষ্ঠানগুলিই ব্যাপক জনপ্রিয় দর্শকদের মধ্যে । দর্শক এই রিয়্যালিটি শো-এর জন্য অপেক্ষাও করে থাকেন সারা বছর। জি বাংলার রিয়্যালিটি শো, রান্নাঘর, দিদি নম্বর ১, ডান্স বাংলা ডান্স, সারেগামাপা, দাদাগিরি দর্শকের মন জিতে নিয়েছে প্রতিটা সিজনে।
জানা গেছে নতুন বছরে প্রথম তিন মাসের মধ্যেই আসছে বদল। ফেব্রুয়ারি মাসে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’-এর শুটিং শেষ হচ্ছে। মার্চে অনুষ্ঠানের সমাপ্তি। সারেগামাপার রিয়্যালিটি শো-এর এবারে বিচারক ছিলেন ইমন চক্রবর্তী, মিস জোজো, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা মিত্র। বিভিন্ন বছরে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিহরণ, সোনু নিগম, শঙ্কর মহাদেবন, আশা ভোঁসলে, অরিজিৎ সিংহ, মিকা সিংহ, কুমার শানুর মতো তারকা শিল্পীরা। এখন ফাইনালে কি চমক থাকছে সে বিষয়ে পরিচালক অভিজিৎ সেনের বলেন, “মুম্বইয়ের প্রথম সারির প্রায় সমস্ত শিল্পীই এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ফিনালেতে কাকে আনা হবে তাই নিয়ে বৈঠক ডাকবেন চ্যানেল কর্তৃপক্ষ।”
সারেগামাপা’র শেষ হলেই শুরু হয় ডান্স বাংলা ডান্স। সে বিষয়ে পরিচালক অভিজিৎ সেনের বলেন, বিচারক হিসাবে “মিঠুন চক্রবর্তী ‘মহাগুরু’র আসনে বসবেন”।