
ওঙ্কার ডেস্কঃ কঙ্গনা রনৌত অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবি মুক্তি পেয়েছে গত সপ্তাহে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলার অভিনেতা ঋষি কৌশিক। কিন্তু এই ছবির বিষয়ে আগে কখনো মুখ খোলেননি তিনি। ছবি মুক্তির সপ্তাহ খানেক পর নিজের চরিত্রের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলেন ঋষি। সেই সঙ্গে চরিত্র ও কঙ্গনার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন।
জানা গেছে ২০২২ সালে কঙ্গনার প্রযোজনা সংস্থা ঋষির থেকে কিছু ছবি নিয়েছিলেন। তিনি পরে জেনেছেন, বঙ্গবন্ধুর চরিত্রের জন্য তাঁকে নির্বাচন করা হয়েছে। ঋষি জানান, ‘আমি খুবই অবাক হয়েছিলাম। কারণ আমার চেহারার সঙ্গে বঙ্গবন্ধুর কোনও মিল নেই।’ তার পর চরিত্রের লুকসেট করতে মুম্বই যান তিনি।
অভিনেতা বলেন, ‘মেকআপের পর নিজেই চিনতে পারিনি। মেকআপ শিল্পীরাও বলেছিলেন ৯০ শতাংশ লুক মিলে গেছে।’ তিনি আরও বলেন, প্রস্থেটিক রূপটানের জন্য প্রায় তিন ঘণ্টা সময় লাগত। অভিনেতা নিজে এখনও ছবিটি দেখেননি। তবে পরিচিতদের থেকে প্রশংসা পাচ্ছেন।
ছবিতে প্রধান চরিত্রে রয়েছে কঙ্গনা। তবে তাঁর সঙ্গে কোনও দৃশ্য ছিল না ঋষির। শুটিং বাইরে কথা হয়েছে দুজনের। বর্তমানে অভিনেতাকে হিন্দি ধারাবাহিকে দেখা যাচ্ছে। তাঁর চরিত্র ও অভিনয় নজর কেড়েছে দর্শকদের।