
ওঙ্কার ডেস্কঃ বড় পর্দায় জুটি বাঁধছেন ঋতুপর্না সেনগুপ্ত ও ভাস্বর চ্যাটার্জি। পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ও প্রথমবার বড়পর্দায় আনতে চলেছেন তাঁর প্রথম ছবি ‘বেলা’। জনপ্রিয় লেখিকা ‘বেলা দে’ জীবন কাহিনী সিনেমার পর্দায় নিয়ে আসছেন অনিলাভ। পারদর্শী কিংবা রান্নার হাতে খড়িতে ‘বেলা দে’র টিপসস কাজে লাগিয়ে সুনাম অর্জন করেছেন অনেকেই। এবার তাঁর ভূমিকায় পর্দায় দেখা যাবে ঋতুপর্না সেনগুপ্তকে। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করবেন ভাস্বর চ্যাটার্জিকে।
অনেকদিন ধরেই শহরের বিভিন্ন প্রান্তে চলছিল ছবির শুটিং। জানা গেছে, এই ছবিতে লেখিকার স্বামীর বিদেশে নতুন সংসার পাতার কাহিনি, তারপর বেলার রান্না শিখে আকাশবাণীতে রান্নার রেসিপি বলার শো করা, সবই উঠে আসবে ছবিতে। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করবেন বিশ্বনাথ বসু, বাসবদত্তা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। ধীরে ধীরে সব প্রকাশ্যে আসবে বলেই জানা গিয়েছে।
পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় এর আগে বেশ কিছু শর্ট ফিল্ম করেছেন। সম্পাদনা করেন হ্যাংলা হেঁশেল নামে একটি ফুড ম্যাগাজিনের। তিনি নিজেও খাদ্যরসিক। তাই ছবি বিষয়বস্তু খাবারদাবার হওয়ায় রেসিপিটা যুৎসই হবে আশা করা যায়।