
ওঙ্কার ডেস্কঃ গত ১৬ জানুয়ারি হামলা হয় সইফ আলি খানের উপর । ছুরির আঘাতে জখম হন অভিনেতা। ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। বর্তমানে অস্ত্রোপচার করার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সম্ভবত তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। সূত্রের খবর সোমবার হাসপাতালে গিয়ে অভিনেতার বয়ান রেকর্ড করতে পারে পুলিশ। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।
সইফের ওপর হামলায় অভিযুক্ত সরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, ১০০ জন পুলশকর্মীকে নিয়ে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানো হয়। সইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে থানের হীরানন্দানি এস্টেটের কাসারভাদাভালি থেকে মহম্মদ সরিফুল ইসলাম শেহজাদ গ্রেফতার করা হয়। রবিবারই তাকে মুম্বই আদালতে পেশ করা হয়। আপাতত ৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত।
অন্যদিকে অভিনেতার পর্যবেক্ষণরত চিকিৎসক জানিয়েছেন, টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। তাঁর শরীরের আঘাত গুলি গুরুতর, তাই বেশি নড়াচড়া করলে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আড়াই ঘণ্টা ধরে দু’টি অস্ত্রোপচারের পর অভিনেতাকে বিপন্মুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা।