
ওঙ্কার ডেস্কঃ একাধিক কারণে বলিউডের ব্যাড বয় সঞ্জয় দত্ত সংবাদের শিরোনামে উঠে এসেছেন বারবার। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহ সংবাদমাধ্যমের। শোনা যায়, অসংখ্য মহিলার সঙ্গে সম্পর্কও ছিল সঞ্জয় দত্তর। এছাড়াও বিভিন্ন সময় একাধিক নারীসঙ্গ ও মাদকদ্রব্য বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মা। বর্তমানে তিনি তাঁর তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে সংসার করছেন। এই বিতর্কিত
অভিনেতা এবার দীপিকা পাড়ুকোনকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বয়স আর একটু কম হলে তিনি দীপিকাকে বিয়ে করতেন, তাঁর চতুর্থ স্ত্রী হতেন দীপিকা পাড়ুকোন। এমনকি নায়িকার সৌন্দর্যে মুগ্ধ সঞ্জয়, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় দীপিকার নামও বলেছিলেন এক সাক্ষাৎকারে। এছাড়াও নায়িকার আরও প্রশংসাও করেছিলেন অভিনেতা। এই সাক্ষাৎকারের ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছিল। তবে তাঁর অনুরাগীরা দীপিকাকে নিয়ে এই মন্তব্য ভালোভাবে গ্রহণ করেনি বলেই জানা গেছে।